নিজস্ব প্রতিবেদক
০৩ জানুয়ারি ২০২৩, ১২:৫৮ পিএম
প্রতি বছর বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পুলিশ পদক’ (বিপিএম) ও ‘প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম) পদক দেওয়া হয়। বিগত বছরের কাজের মূল্যায়ন করে প্রতি বছরের শুরুতে চার ক্যাটাগরিতে এই পদক দেওয়া হয়। পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী রাজারবাগ পুলিশ পুলিশ লাইন্সে এই পদক পরিয়ে দেন।
প্রথমবারের মতো যারা এই পদকে ভূষিত হন তাদের নামের শেষে 'বিপিএম' বা 'পিপিএম' উপাধি যুক্ত হয়। যারা একাধিকবার একই পদকে ভূষিত হন তাদের নামের শেষে বিপিএম বা পিপিএম (বার) উপাধি যুক্ত হয়।
বিপিএম-পিপিএম ছাড়াও প্রতি বছর প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে পুলিশ সদস্যদের ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ বা আইজিপি ব্যাজ দেওয়া হয়।
অন্যান্যবারের মতো এবারও সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ ১১৭ পুলিশ কর্মকর্তাকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়েছে। এই দুটি পদকে ভূষিত কর্মকর্তারা বেশ কিছু সুবিধা পান। তাছাড়া বাহিনীতে কর্মরত অবস্থায় জীবন উৎসর্গকারী অনেককেও এই পদকে ভূষিত করা হয়।
বিপিএম পদকপ্রাপ্তরা যেসব সুবিধা পান
পুলিশ সদর দফতর সূত্রে জানা যায়, বিগত বছরে সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের জন্য সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ এই দুটি পদক দেওয়া হয়। সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে পুলিশ বিভাগের কার্যক্রমে গতিশীলতা, দক্ষতা বৃদ্ধি কিংবা উন্নয়ন, আধুনিকায়নে বিভিন্ন দফতর ও শাখায় দৃশ্যমান অবদান, গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করে রহস্য উদঘাটন বা অপরাধীকে আইনের আওতায় আনেন কিংবা পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বে থেকে দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেন, তারা ‘বিপিএম সেবা’পদক পান।
এই পদকের জন্য প্রত্যেক পুলিশ সদস্য বা কর্মকর্তা এককালীন ৭৫ হাজার টাকা এবং প্রতি মাসে ১৫০০ টাকা ভাতা পান।
পিপিএম পদকপ্রাপ্তদের যেসব সুবিধা পান
সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে পুলিশ বিভাগের কার্যক্রমে গতিশীলতা, দক্ষতা বৃদ্ধি কিংবা উন্নয়ন, আধুনিকায়নে বিভিন্ন দফতর ও শাখায় দৃশ্যমান অবদান, গুরুত্বপূর্ণ মামলা তদন্ত করে রহস্য উদঘাটন বা অপরাধীকে আইনের আওতায় আনেন কিংবা পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বে থেকে দক্ষতা, কর্তব্যেনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেন, তারা ‘পিপিএম সেবা’পদক পেয়ে থাকেন।
এই পদকের জন্য পুলিশ সদস্য বা কর্মকর্তারা এককালীন ৫০ হাজার টাকা এবং প্রতি মাসে এক হাজার টাকা পেয়ে থাকেন।
অন্যান্যবারের মতোর এবারও পুলিশ সপ্তাহে ১১৭ পুলিশ সদস্যকে বিপিএম ও পিপিএম পদক দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫ জন পুলিশ সদস্য ও দুই র্যাব সদস্যকে বিপিএম, ২৫ জনকে পিপিএম এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৫ জন পুলিশ সদস্যকে বিপিএম সেবা এবং ৫০ জনকে পিপিএম পদক দেওয়া হয়।
কেআর/এইউ