images

জাতীয়

মেট্রোরেলের উদ্বোধনে দেখতে ঢাকায় নেত্রকোনার কৃষক সিদ্দিক মিয়া

নিজস্ব প্রতিবেদক

২৮ ডিসেম্বর ২০২২, ০১:০০ পিএম

মেট্রোরেলের উদ্বোধনের সাক্ষী হতে নেত্রকোনা থেকে ঢাকায় এসেছেন সিদ্দিক মিয়া। তিনি একজন কৃষক। সুমেশ্বরী নদীর জেলা থেকে নিয়ে এসেছেন একটি নৌকা। 

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওস্থ মেট্রোরেলের স্টেশনের পাশেই দেখা যায় তাকে। 

প্রায় সত্তর বছর বয়সী এই কৃষক জানান, তিনি আওয়ামী লীগের ২২তম সম্মেলনের আগেই ঢাকায় এসেছেন। ২০১৪ সালে ভ্যানগাড়ির উপর তৈরি করা নৌকা নিয়ে সম্মেলনস্থলে ছিলেন তিনি। আজ এসেছেন মেট্রোরেলের উদ্বোধন দেখতে।

siddiq

এর কারণ জানতে চাইলে সিদ্দিক মিয়া বলেন, আমি বঙ্গবন্ধুর সাথে দেখা করছি। হাত মিলাইছিলাম। তার মেয়ের সঙ্গে একবার দেখা করতে চাই।

দেখা করার উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কোনো উদ্দেশ্য নাই। দেখা করতে চাই। মনের শান্তির জন্য। আমার এই বয়সে আর চাওয়া-পাওয়ারই কি আছে?

মেট্রোরেল স্টেশন এলাকায় আসার কারণ সম্পর্কে জানতে চাইলে সিদ্দিক মিয়া বলেন, প্রধানমন্ত্রী এখানে আসবেন। তারা দূর থেকে একটু দেখতে পারব। হাত নাড়তে পারব। এই জন্য আসছি।

কারই/এএস