images

জাতীয়

২০০ দিনেও দাবি আদায় না হওয়ায় শাহবাগ অবরোধ চাকরিপ্রত্যাশীদের

নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর ২০২২, ০৪:২৫ পিএম

বেসরকারি বিদ্যালয়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষার (এনটিআরসিএ) জন্য নিবন্ধিত সনদধারীদের একাংশ প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে ২০০ দিন ধরে সড়কে অবস্থান করছেন। এমনকি ঈদেও তারা আন্দোলন চালিয়ে যান। এরপরও দাবি আদায় না হওয়ায় আজ বুধবার (২১ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা।

আজ সকাল সাড়ে দশটার দিকে তারা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দেখা করার উদ্দেশে রওনা হন। এ সময় শাহবাগ মোড়ে পুলিশ তাদের বাধা দিলে সাড়ে ১২টার দিকে সেখানে অবরোধ করে বসে পড়েন। এতে দুই পাশের গাড়ি চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিলে তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন।

ggg

সড়কে অবস্থান নিয়ে চাকরিপ্রত্যাশীরা 'সনদ যার, চাকরি তার', 'প্যানেলভিত্তিক নিয়োগ চাই', 'প্যানেল নিয়ে দুর্নীতি, মানি না, মানবো না', 'গণবিজ্ঞপ্তির নামে প্রহসন, মানি না মানবো না' ইত্যাদি বলে শ্লোগান দিতে থাকেন।

শাহবাগ মোড়ে দায়িত্বরত শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, চাকরিপ্রত্যাশীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলেও তারা উঠতে রাজি হননি। তারা উপরের নির্দেশের জন্য অপেক্ষা করছেন। নির্দেশ পেলে চাকরিপ্রত্যাশীদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

p1

আন্দোলনের অন্যতম সদস্য কামরুল ইসলাম বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে শাহবাগে সনদধারীদের চাকরির দাবিতে গণ-অনশন করে আসছি। কিন্তু আমাদের দাবিকে তোয়াক্কা না করে আবারও গণবিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। আমাদের দাবি প্রথম প্যানেল থেকে ক্রমানুসারে সবাইকে চাকরি দিতে হবে। এর আগে গণবিজ্ঞপ্তির নামে কোনো প্রহসন আমরা মেনে নেবো না।’

গত ৫ জুন থেকে প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে শাহবাগ জাতীয় গণগ্রন্থাগারের সামনে গণঅনশন পালন করে আসছেন চাকরিপ্রত্যাশীরা।

পিএস/জেবি