images

জাতীয়

পাড়ায়-মহল্লায় আ.লীগ নেতাকর্মীদের মহড়া

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর ২০২২, ১২:৩৭ পিএম

বিএনপির সমাবেশ ঘিরে ঢাকার পাড়া-মহল্লায় মহড়া দিচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান নেওয়ার পাশাপাশি বিক্ষোভ মিছিলও করছে দলটির নেতাকর্মীরা। তাদের অনেককে লাঠি হাতে অবস্থান নিতে দেখা গেছে।

দলীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ হচ্ছে আজ। শনিবার (১০ ডিসেম্বর) সকালে বিএনপির সমাবেশ শুরুর আগে থেকেই আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে যাত্রাবাড়ী মোড়ে অবস্থান নিতে দেখা গেছে।

rafique-2

সরেজমিন ওই এলাকা ঘুরে দেখা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি হাতে প্রতিটি মোড়ে অবস্থান করেছে। আর বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে মোটরসাইকেলে মহড়া দিচ্ছেন। এছাড়াও যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সের আশপাশ এলাকায় খণ্ড খণ্ড মিছিল করছে তারা। তবে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে আছে পুলিশ।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর ঢাকা মেইলকে বলেন, বিএনপি বুধবার নয়াপল্টনে পুলিশের ওপর হামলা করে নাশকতার চেষ্টা করেছে। তারা সন্ত্রাসী দল, দেশের আইন মানে না, শান্তিতে বিশ্বাস করে না। তাই আওয়ামী লীগ নেতাকর্মীরা মাঠে অবস্থান করেছে।

Awami-league-4

বিএনপির সমাবেশকে ঘিরে যাত্রাবাড়ী এলাকায় সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে আমরা সতর্ক অবস্থানে আছি। সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কেআর/এমআর