images

জাতীয়

নিখোঁজ ৫৫ জঙ্গি দেশের জন্য থ্রেট

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৯ নভেম্বর ২০২২, ০৩:০৫ পিএম

সম্প্রতি দেশের বিভিন্ন স্থান থেকে জঙ্গিবাদে জড়িয়ে বাড়ি ছাড়া ৫৫ জনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। বাড়ি ছাড়া এই যুবকরা আইনশৃঙ্খলা বাহিনী ও দেশের জন্য থ্রেট বলে মনে হচ্ছে। 

বুধবার (৯ নভেম্বর) রাজধানীর মিডিয়া সেন্টারি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, আমরা যে ৫৫ জনের তালিকা দিয়েছি সেখান থেকে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অভিযান পরিচালনা করে সেখান থেকে এক জনকে আইনের আওতায় আনা হয়। সেখানে প্রাথমিকভাবে তথ্য ছিল- যে দুটি ক্যাম্পে অবস্থানের কথা ছিল সেই দুটি ক্যাম্পে অভিযান পরিচালনার করে বিপুল গোলারুদসহ ১০ জনকে আইনের আওতায় আনা হয়। বাড়িছাড়া ৫৫ তরুণ একসঙ্গে থাকার কথা নয়, তারা বিভিন্ন ক্যাম্পে অবস্থান করার কথা। তবে আমাদের অভিযান টের পেয়ে হয়তো তারা দুটি ক্যাম্প থেকে আত্মগোপনে চলে যায়।

rab

র‌্যাবের তথ্যমতে, উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছায় বাড়ি থেকে নিরুদ্দেশ হওয়া ১৯ জেলার ৫৫ তরুণের তালিকা প্রকাশ করে র‍্যাব। তাদের মধ্যে ৩৮ তরুণের নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত ২৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

তিনি আরও বলেন, র‍্যাব যেখানে অভিযান পরিচালনা করছে সেখানে অত্যান্ত দুর্গম এলাকা। পাহাড়ের সর্বোচ্চ গড় উচ্চতা প্রায় আড়াই হাজার ফিট। সেখানে অভিযান পরিচালনা করা এবং পাহাড়ে শান্তিপূর্ণভাবে যারা বসবাস করছে তাদের কোনো ক্ষতি যাতে না হয় সেভাবে অভিযান পরিচালনা করা। যারা বুঝে বা না বুঝে জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে পাহাড়ে গিয়েছে তারাও যেন অভিযানে ক্ষতিগ্রস্থ না হয়। এ কারণেই পাহাড়ে অভিযান দেরি হচ্ছে। এছাড়া যে ৫৫ তরুণ নিখোঁজ রয়েছে তাদেরকে খুঁজে বের না করা পর্যন্ত আমাদের জন্য অবশ্যই থ্রেট। 

এমআইকে/এএস