images

জাতীয়

পিপিপির প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন মুশফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর ২০২২, ০৫:২৩ পিএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. মুশফিকুর রহমান।

মঙ্গলবার (১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মুশফিকুর রহমান এর আগে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের (সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ হিসেবে বদলির আদেশধীন) মহাসচিবের দায়িত্ব পালন করেন।

জনস্বার্থে জারি করা এই আদেশ ২ নভেম্বর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

ppp

মুশফিকুর রহমান ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি ইসলামিক ফাউন্ডেশনে মহাপরিচালক হিসেবে যোগদান করেন। তার আগে তিনি অতিরিক্ত সচিব হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগে কর্মরত ছিলেন।

১৯৯৪ সালের ২৫ এপ্রিল বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন ক্যাডারের) ১৩শ ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগদান করেন মুশফিকুর রহমান।

দীর্ঘ ২৭ বছরের চাকরি জীবনে তিনি মাঠ প্রশাসনের পাশাপাশি মন্ত্রণালয় পর্যায়েও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। মাঠ পর্যায়ে তিনি ঝিনাইদহ, চুয়াডাঙ্গা এবং যশোহর জেলায় সহকারী কমিশনার হিসেবে এবং দেশের তিনটি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি সিনিয়র সহকারী সচিব হিসাবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে এবং উপসচিব হিসেবে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ে কাজ করেছেন।

মুশফিকুর রহমান ২৫ ফেব্রুয়ারি ২০১৬ থেকে ১২ মার্চ ২০১৮ পর্যন্ত নেত্রকোনা জেলার জেলা প্রশাসকের দায়িত্ব পালন করেন।

এমআর