images

জাতীয়

কেন্দ্রীয় শহীদ মিনারে পড়ে আছে মরা-আধমরা অসংখ্য পাখি

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর ২০২২, ০২:১৬ পিএম

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে অতিমাত্রায় বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়েছে রাজধানী ঢাকায়। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে গাছে বাসাবাঁধা পাখিগুলো। এমন চিত্র দেখা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে পড়ে আছে মরা ও আধমরা অসংখ্য চিল-পাখি-কাক।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে দেখা যায়, পড়ে আছে অসংখ্য করা কাক-চিলসহ পাখি। পাশে কয়েকটি বেঁচে থাকলেও আধমরা অবস্থা। ঝড়ে ভিজে জুবুথবু অবস্থা তাদের। 

দেখা গেছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ পাখিগুলোকে বিরক্ত করছে। নিরাপদ স্থান খুঁজতে শেষ চেষ্টা হিসেবে বেঁচে থাকা পাখিগুলো এদিক সেদিকে ছুটোছুটি করছে। কোনটিকে পড়তে হচ্ছে কুকুরের কবলে। একাধিক কুকুর মুখে করে পাখিগুলোকে নিয়ে যেতেও দেখা গেছে। 

সচেতন মানুষ বলছেন, ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগে প্রাণিকুলের আবাসস্থল যখন বাসের উপযোগী থাকে না। তখন অনেক প্রাণী নিজেদের অস্তিত্ব রক্ষার তাগিদে লোকালয়ের কাছাকাছি চলে আসে। কিন্তু তাদের এই বিপদের সময় আশ্রয়স্থল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এ নিয়ে বনবিভাগের কাজ করার সুযোগ থাকলেও তারা নীরব ভূমিকা রাখে। 

স্থানীয়রা বলছে, এমন প্রাকৃতিক দুর্যোগে মানুষের হাতে পাখিদের প্রাণ হারাতে হয় না, ঝড়েই প্রাণ হারায়। যদিও আদমরা পাখিদের বাঁচানোর সুযোগ থাকলেও আমরা নীরব। নিচে পড়ে থাকার কারণে কুকুরে-শেয়ালের খাবারে পরিণত হচ্ছে প্রাণিগুলো। যেগুলোর চামড়া ও শরীরের কোনো অংশই মানুষ ব্যবহার করে না, তাদের হত্যা করার পেছনে কোনো যুক্তিই খুঁজে পাওয়া যায় না। মানুষের এই যুক্তিহীন আচরণের ব্যাখ্যা হতে পারে তার আদিম নিষ্ঠুরতা।

কাসফিয়া নাসরিন ইভা নামে এক শিক্ষার্থী শহীদ মিনারের সামনে থেকে বলেন, সিত্রাং এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিতে বন্য প্রাণিকুলের প্রাকৃতিক আবাসস্থল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঢাকায়ও হয়েছে, উপকূলের তুলনায় কম। এ পাখিগুলোর এমন জুবুথুবু আবস্থা দেখেই অনুমান করা যায়, বিপর্যস্থ এলাকার ঠিক কি অবস্থা।

এই শিক্ষার্থী আরও বলেন, লোকালয়ের কাছে চলে আসা অনেক বন্যপ্রাণী মানুষের নিষ্ঠুরতার শিকার হচ্ছে। সুযোগ পেলেই যে কেউ ডিল মারতে পারে। ধুঁকে ধুঁকে মরছে। এ ধরনের অকারণ নিষ্ঠুরতার ঘটনা শুধু প্রাকৃতিক দুর্যোগের সময়েই ঘটে এমন নয়। দেশের গ্রামাঞ্চলের মানুষ স্বাভাবিক সময়েও অকারণে প্রাণী হত্যা করে, প্রাণিদের ওপর নিষ্ঠুরতা চালায়। সংশ্লিষ্টদের দৃষ্টি দেওয়া প্রয়োজন বলেও জানান তিনি।

ডিএইচডি/এইউ