images

জাতীয়

চট্টগ্রাম বন্দরের কার্যক্রম শুরু, জেটিতে ভিড়ছে জাহাজ

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৫ অক্টোবর ২০২২, ০১:৫৬ পিএম

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডব কেটে যাওয়ার পর চট্টগ্রাম বন্দরের কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যেই বহির্নোঙর থেকে জেটিতে ফিরতে শুরু করেছে জাহাজগুলো। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে কোনো ক্ষতি হয়নি বন্দরের জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ অক্টোবর) চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক ঢাকা মেইলকে বলেন,  ঘূর্ণিঝড় সিত্রাংয়ের উপকূল চলে যাওয়ার পর সংকেত নামানো হলেই কার্যক্রম চালানো শুরু হয়। সকাল থেকেই কার্যক্রম চলছে। আমাদের বহির্নোঙর থেকে জেটিতে সবগুলো জাহাজ চলে এসেছে। জেটিতে জাহাজ আসা-যাওয়ার জন্য জোয়ারের প্রয়োজন হয়। জোয়ার আসা মাত্রই জাহাজগুলো জেটিতে আসা শুরু হয়। নিজস্ব পাইলট দ্বারা বহির্নোঙর থেকে জিসিবি, এনসিটি, সিসিটিসহ বিভিন্ন বার্থে ভেড়ানো হয়েছে। এরই মধ্যে বন্দরের স্বাভাবিক অপারেশন (কার্যক্রম) শুরু হয়েছে বলেও জানান তিনি।
ঘূর্ণিঝড় সিত্রাং উপকূলের দিকে এগিয়ে আসায় সোমবার (২৪ অক্টোবর)  চট্টগ্রাম বন্দরের জেটি থেকে পণ্যবাহী সব জাহাজকে বহির্নোঙরে সরিয়ে নেওয়া হয়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব সংকেত ব্যবস্থায় অ্যালার্ট-৩ জারি করে। সোমবার দুপুরে ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসেন বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা। এর আগেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেটি থেকে জাহাজ সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা শেষে চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক বলেন, জেটিতে যে ১৮টি পণ্যবাহী জাহাজ ছিল সেগুলো সবই বহির্নোঙরে চলে গেছে। আবহাওয়া অধিদফতর ৬ নম্বর বিপদ সংকেত জারির পর বন্দরের নিজস্ব সর্তকর্তা অ্যালার্ট-৩ জারি করা হয়। যন্ত্রপাতি সুরক্ষিত রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হয়।

সোমবার পর্যন্ত বন্দরের জেটিতে প্রায় ৩৫ হাজারের মত কন্টেইনার আছে বলে জানিয়েছিলেন বন্দর সচিব ওমর ফারুক।

ডব্লিউএইচ/এমআর