images

জাতীয়

২১ ঘণ্টা পর ৩ বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা শুরু

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর ২০২২, ০১:১৪ পিএম

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট দুর্যোগের কারণে বন্ধ থাকার ২১ ঘণ্টা পর চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল বিমানবন্দরে ফের ফ্লাইট ওঠানামা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে একটি বিজ্ঞপ্তি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বিজ্ঞপ্তিতে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে ফ্লাইট উড্ডয়ন কার্যক্রম দুপুর ১২টা থেকে চালু করার বিষয়টি বলা হয়েছে।

এর আগে সোমবার (২৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই তিন বিমানবন্দরে সোমবার বিকেল ৩টা থেকে মঙ্গলবার) দুপুর ১২টা পর্যন্ত বিমান ওঠানামা না করার কথা জানিয়েছিল বেবিচক। সংস্থাটি এও জানিয়েছিল পরিস্থিতি স্বাভাবিক না হলে সময়সীমা আরও বাড়ানো হতে পারে। কিন্তু দুর্যোগপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় সময়সীমা আর বাড়ানো হয়নি। এর ফলে মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিমান চলাচল শুরু হয়।

এমআর