images

জাতীয়

সিত্রাং: চট্টগ্রাম-কক্সবাজার থেকে সরিয়ে নেওয়া হয়েছে সব বিমান

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর ২০২২, ০৩:১১ এএম

প্রচণ্ড বাতাসের শক্তি নিয়ে উপকূলে আছড়ে পড়া ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষয়ক্ষতি এড়াতে চট্টগ্রাম ও কক্সবাজার বিমানবন্দর থেকে সেনাবাহিনী ও নৌবাহিনীর সব বিমান ঢাকা ও যশোরে সরিয়ে নেওয়া হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রাসেলুজ্জামান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল রুটের সব ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। এছাড়া প্রতিকূল আবহাওয়ার কারণে ফ্লাইটের সংখ্যাও কমিয়েছে বাংলাদেশের কিছু বিমান সংস্থা। তবে আন্তর্জাতিক ফ্লাইট সময়সূচি অনুযায়ী চলছে।

এদিকে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৈরী আবহাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে বেশ কয়েকটি ফ্লাইট মিয়ানমারের ইয়াঙ্গুন ছাড়াও সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এছাড়া ইতোমধ্যেই তিনটি এয়ারলাইন্সের মোট ৬০টি ফ্লাইট একই কারণে বাতিল করেছে কর্তৃপক্ষ।

/আইএইচ