images

জাতীয়

ভারত সফরে যাচ্ছে ১০০ সদস্যের ইয়ুথ ডেলিগেশন টিম

জ্যেষ্ঠ প্রতিবেদক

১২ অক্টোবর ২০২২, ০১:২৮ এএম

করোনার কারণে স্থগিত থাকা 'বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন প্রোগ্রামে'র অধীনে আজ বুধবার (১২ অক্টোবর) ভারত যাচ্ছেন ১০০ তরুণ।

এ উপলক্ষে মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ভারতীয় হাইকমিশন বাংলাদেশ ইয়ুথ ডেলিগেশন টিমের জন্য একটি ফ্ল্যাগ-অফ অনুষ্ঠান করে। এতে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভ। এতে ভারতের ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জ ইয়ুথ ডেলিগেটদের উদ্দেশে বক্তব্য দেন।

দুই দেশের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনে ২০১২ সাল থেকে ভারত ১০০ বাংলাদেশি তরুণ নিচ্ছে। সফরে প্রতিনিধি দলের সদস্যরা ভারতের সরকার, শিক্ষা, ব্যবসা এবং বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের সঙ্গে দেখা করবেন।

সফরটি বিশেষভাবে সাজানো হয়েছে, যাতে প্রতিনিধি দল ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় ঐতিহ্যের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়।

এ বছর ঢাকার বাইরে রাজশাহী ও চট্টগ্রাম শহরে প্রথম প্রতিনিধি বাছাইয়ে অডিশনের ব্যবস্থা করে ভারতীয় হাইকমিশন। এই প্রক্রিয়াটি ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।

বাংলাদেশি এসব তরুণ আট দিনের সফরে ভারতের অর্থনীতি, প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি ও ইতিহাসবিষয়ক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান ভ্রমণ করবেন। এই দলে সাংবাদিক, ক্রীড়াবিদ, চিকিৎসক, শিল্পী, প্রকৌশলীসহ অন্যান্য শ্রেণি-পেশার মানুষ রয়েছেন।

ডব্লিউএইচ/জেবি