images

জাতীয়

‘মিয়ানমারের উসকানিতে পা দিইনি, ঠান্ডা মাথায় মোকাবেলা করছি’

নিজস্ব প্রতিবেদক

০৪ অক্টোবর ২০২২, ০৮:৪৫ পিএম

মিয়ানমারের উস্কানিতে পা দেননি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, সীমান্তের ঘটনা আমরা ঠান্ডা মাথায় মোকাবেলা করছি। আমাদের যা করণীয় আমরা সেটাই করছি।

মঙ্গলবার (৪ অক্টোবর) যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ অধিবেশন চলাকালে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়েছে। ইউক্রেন ইস্যু নিয়ে আলোচনা হলেও রোহিঙ্গা সংকট আমরা হারিয়ে যেতে দিইনি। বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সেখানে ছিলেন, খুব ভালো আলোচনা হয়েছে।

এ কে আবদুল মোমেন বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে আমরা জাতিসংঘে আগেও গেছি। এখনও যাওয়ার সুযোগ আছে। তবে জাতিসংঘ অনেক দুর্বল হয়ে গেছে। অনেক দেশেই যুদ্ধ থামাতে পারছে না।

এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, হিউম্যান রাইটস কাউন্সিলে আমরা এর আগেও সদস্য ছিলাম। আবার প্রার্থী হয়েছি। আশা করি আমরা জয়লাভ করবো।

মন্ত্রী জানান, দেশের গুম নিয়ে জাতিসংঘ যে প্রতিবেদন দিয়েছে, সেখানে ভুল তথ্য ছিল। দেখা গেছে একজন ভারতের জেলে আছেন, তার নামও গুমের তালিকায় তারা উঠিয়েছে।

র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে র‍্যাবের নিষেধাজ্ঞা ইস্যু তুলে ধরেছি। এটা একটা প্রসেসের মধ্যে রয়েছে।

ডব্লিউএইচ/জেবি