images

জাতীয়

বিদ্যুতের সমস্যা কাটতে লাগতে পারে ৩-৪ ঘণ্টা

নিজস্ব প্রতিবেদক

০৪ অক্টোবর ২০২২, ০৩:৪৫ পিএম

জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে ঢাকা-চট্টগ্রামসহ দেশের বেশ কিছু অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এই সমস্যার কাটতে তিন থেকে চার ঘণ্টা লাগতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

মঙ্গলবার (৪ অক্টোবর) বিকেলে পিডিপির উপপরিচালক মোহাম্মদ শামীম হাসান ঢাকা মেইলকে জানান, জাতীয় গ্রিডে কিছু সমস্যার কারণে দেশের অনেক জায়গায় বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে বিদুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

আরও পড়ুন: জাতীয় গ্রিডে বিপর্যয়: ঢাকা-চট্টগ্রামসহ দেশের বড় অংশ বিদ্যুৎহীন

এই কর্মকর্তা বলেন, আমাদের টিম সব জায়গায় কাজ করছে। সবকিছু ঠিকঠাক হতে তিন-চার ঘণ্টা বা তারও বেশি সময় লাগতে পারে। আমরা দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছি।

টিএই/জেবি