images

জাতীয়

পড়ালেখা নিয়ে হতাশাগ্রস্ত স্কুলছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৩ পিএম

ঢাকার কদমতলীর রায়েরবাগে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তার নাম মোহাম্মদ হাসান (১৭)।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রায়েরবাগ এলকার জনতাবাগের একটি বাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ৯টায় মৃত ঘোষণা করেন।

জানা গেছে, হাসান বাগেরহাট রামপাল উপজেলার ইলিয়াস হোসেনের ছেলে। পরিবারের সঙ্গে জনতাবাগ এলাকায় একটি টিনসেড বাড়িতে থাকতো সে এবং স্থানীয় জনতাবাগ স্কুলের দশম শ্রেণিতে পড়ত। ।

হাসানের বড় ভাই মো. রাজু আহমেদ জানান, গতরাতে খাওয়া-দাওয়ার পর সে ঘুমিয়ে পড়ে। এরপর ভোর ৪টার দিকে মা হামিদা বেগম জানলা দিয়ে দেখতে পান ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলছে সে। পরে তারা থানায় জানালে পুলিশ গিয়ে রুমের দরজা ভেঙ্গে হাসানকে উদ্ধার করে। কী কারণে সে আত্মহত্যা করেছে তা জানে না স্বজনরা। তবে পড়ালেখা নিয়ে কিছুটা হতাশাগ্রস্ত ছিল সে। এ কারণে হাসান আত্মহত্যা করতে পারে বলে ধারণা পরিবারের।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

/এএস