images

জাতীয়

দুই দলের সঙ্গে ইসির সংলাপ আজ

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:০২ এএম

দ্বাদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বাকি থাকা দুটি নিবন্ধিত দলের সঙ্গে আজ বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি।

সোমবার (৫ সেপ্টেম্বর) আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি (জেপি) ও আইভী আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হবে। 

সকাল দশটায় নির্বাচন ভবনে আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে দশ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বসবে ইসি।

এছাড়া দুপুর ১২টায় আইভি আহমেদের নেতৃত্বাধীন দশ সদস্যের সঙ্গে ইসির সংলাপ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) আসাদুজ্জামান।

গত ১৭ জুলাই থেকে ধারাবাহিকভাবে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে ইসি। এতে ৩৯টি দলের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সংসদে বিরোধী দল জাতীয় পার্টিসহ (জাপা) ২৮টি দল অংশ নেয়। বিএনপিসহ ৯টি দল অংশ নেয়নি এবং জেপি ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি সময় চেয়ে আবেদন করে।

সংলাপে অংশ নেওয়া ২৮টি দলের পক্ষ থেকে ৩৪০টির মত-সুপারিশ আসে সংলাপে।

বিইউ/এমআর