images

জাতীয়

রাজধানীতে লেগুনার ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

নিজস্ব প্রতিবেদক

০৭ আগস্ট ২০২২, ০৯:২৯ এএম

রাজধানীতে লেগুনার ধাক্কায় ইমরান (৩৪) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছে।

শনিবার (৬ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ী এলাকার হাসেম পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরের দিকে মারা যান।

ইমরানকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান শাহজাহান নামে এক ব্যক্তি। তিনি বলেন, পেট্রোল পাম্পের সামনে লেগুনার ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে মারা যান।

তিনি আরও বলেন, ইমরান শরীয়তপুরের গোসাই হাট থানা এলাকার মনসুর রহমানের ছেলে। তিনি রায়েরবাগ বাসস্ট্যান্ডে ফলের ব্যবসা করতেন। তাকে ধাক্কা দেওয়ার পর ঘাতক লেগুনাটির চালক পালিয়ে যায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি। তারা তদন্ত করবেন।

/এএস