images

জাতীয়

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীও ঢাকায়

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৬ আগস্ট ২০২২, ০৬:৪৩ পিএম

একই দিনে বাংলাদেশে এলেন প্রভাবশালী দুটি দেশের দুজন মন্ত্রী। প্রথমে ঢাকায় এসে পৌঁছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। শনিবার পাঁচটার দিকে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কিছু সময় পর পৌঁছান যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংস্থাবিষয়ক সহকারী সেক্রেটারি অব স্টেট মিশেল জে. সিসন।

এই সফরে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী খাদ্য নিরাপত্তাহীনতা মোকাবিলা, বিশ্বব্যাপী মানুষের স্বাস্থ্যগত অগ্রগতি, মানবাধিকার ও মানবিক চাহিদাসহ যুক্তরাষ্ট্রের বহুপক্ষীয় অগ্রাধিকার নিয়ে আলোচনা করবেন।

সিসন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। 

এছাড়া বৈ‌শ্বিক স্বাস্থ্য ব্যবস্থা, মানবা‌ধিকার ও রো‌হিঙ্গা ইস্যু বৈঠকে আলোচনায় থাকবে।

বিইউ/জেবি