জ্যেষ্ঠ প্রতিবেদক
০৬ আগস্ট ২০২২, ০৩:৩৩ পিএম
রাজধানীতে পেট্রোল পাম্পে তেল কম দেয়া কারণে আড়াই লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে। নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম তেল দেওয়ায় মতিঝিলে করিম অ্যান্ড সনস নামে একটি পেট্রোল পাম্পকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শনিবার (৬ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে এই জরিমানা করেন প্রতিষ্ঠানটির ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেইলকে তিনি বলেন, অভিযানে দেখা যায়- প্রতি ৫ লিটারে একটি মেশিনে অকটেন ৪৯০ মিলি এবং অপরটিতে ৫৪০ মিলি করে কম দেওয়া হচ্ছিল। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে আমরা ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছি। এসময় ওই দুটি মেশিন সাময়িকভাবে তেল বিক্রি বন্ধ করতে বলি। পরে তারা ঠিক করেছে।
ডব্লিউএইচ/ একেবি