images

জাতীয়

ভাড়া সমন্বয়ে বিআরটিএর সঙ্গে পরিবহন মালিকদের বৈঠক বিকেলে

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৬ আগস্ট ২০২২, ১২:৩০ পিএম

দেশের বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে গণপরিবহনের ভাড়া সমন্বয়ের জন্য আজ শনিবার (৬ আগস্ট) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বসছেন পরিবহন মালিকরা।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্লাহ জানান, আজ বিকাল ৫টায় বিআরটিএর সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

এদিকে ভাড়া সমন্বয়ের জন্য শনিবার (৬ আগস্ট) সকালে নিজেদের মধ্যে বৈঠকে বসেছেন লঞ্চ মালিকরা। লঞ্চ মালিক সমিতির নেতা সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, তাদের বৈঠকে আলোচিত এজেন্ডা নিয়ে সরকারি কর্তৃপক্ষের সঙ্গে বসবে শিগগিরই। তবে বৈঠক কখন অনুষ্ঠিত হবে, তা এখনও নির্ধারিত হয়নি।

এর আগে শুক্রবার (৫ আগস্ট) রাত ১০টায় জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তা পর্যায়ে লিটারপ্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। রাত ১২টার পর থেকে (৬ আগস্ট) নতুন দাম কার্যকর হয়েছে।

তবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলেও ইতোমধ্যে অনেক এলাকায় বাসের ভাড়া বাড়ানো হয়েছে। এছাড়া রাজধানীসহ বিভিন্ন জেলায় গণপরিবহন সংকট রয়েছে। অনেক জেলা শহর থেকেও বাস ছাড়ছে না। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।  

ডব্লিউএইচ/জেবি