images

জাতীয়

জনসংখ্যা বৃদ্ধির হার বেশি ঢাকায়

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৭ জুলাই ২০২২, ০১:৫৫ পিএম

ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা-২০২২’ এর প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী এবার জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। আর কম বরিশাল বিভাগে। ঢাকা বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৭৪ শতাংশ। বরিশাল বিভাগে দশমিক ৭৯ শতাংশ।

বুধবার (২৭ জুলাই) ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতায় বিবিএস-এর মাধ্যমে বাস্তবায়িত প্রথম ‘ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২’ এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য তুলে ধরেন প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বিভাগভিত্তিক জনসংখ্যার বার্ষিক গড় বৃদ্ধির হার অনুযায়ী দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম। এ বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৯ শতাংশ। রংপুর বিভাগে দশমিক ৯৮ শতাংশ, সিলেট বিভাগে দশমিক ৯৬ শতাংশ, খুলনা বিভাগে দশমিক ৯৩ শতাংশ, রাজশাহী বিভাগে দশমিক ৮৬ শতাংশ। আর সবচেয়ে কম বরিশাল বিভাগে দশমিক ৭৯ শতাংশ।

বাংলাদেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা আট কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪ জন, নারীর সংখ্যা আট কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ জন এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ১২ হাজার ৬২৯ জন।

ডব্লিউএইচ/এমআর