images

জাতীয়

ক্র্যাব সদস্যদের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতার দাবি 

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৭ জানুয়ারি ২০২৬, ১০:৪২ পিএম

চাঁদাবাজির প্রতিবাদ করায় নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) ১০ জন সাংবাদিক আহতের ঘটনায় এখনো মূল আসামিসহ কয়েকজন ধরা পড়েনি। তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে এক বিবৃতিতে ক্র্যাবের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। 

এর আগে সোমবার (২৬ জানুয়ারি) ক্র্যাব আয়োজিত ফ্যামিলি ডে’র অনুষ্ঠান শেষে বাসযোগে ঢাকায় ফেরার সময় হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন চারজন। সবমিলিয়ে আহতের সংখ্যা ১০। 

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্ সহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন। 

পাশাপাশি ড্রিম হলিডে পার্কের সামনের এ ঘটনায় স্থানীয় চাঁদাবাজদের তালিকা করে প্রত্যেকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান নেতৃবৃন্দ। এছাড়া এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহতদের আশু রোগ মুক্তি কামনা ও দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। 

ঘটনার পর থেকে প্রায় ভোর পর্যন্ত ক্র্যাব সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পুলিশের সঙ্গে কথা বলে মামলা দায়ের করেন। এ ঘটনায় সোমবার দুজন এবং মঙ্গলবার একজনকে সিসিটিভির ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে। 

এমআইক/এএইচ