জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম
রাজধানীর ওয়ারী এলাকা থেকে ম্যাগাজিনসহ একটি পিস্তল, একটি কার্তুজ ও ৭০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-রমনা বিভাগ। গ্রে
ফতারকৃতের নাম- মোবারক হোসেন ওরফে বাদশা ওরফে খাড়া বাদশা (৩৪)।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে ওয়ারীর হোটেল ওসমানী ইন্টারন্যাশনাল সংলগ্ন ফ্লাইওভারের নিচে থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি-রমনা সূত্র জানায়, সোমবার রাতে ডিবি ওয়ারীর হোটেল ওসমানী ইন্টারন্যাশনাল সংলগ্ন ফ্লাইওভারের নিচে অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ম্যাগাজিনসহ একটি পিস্তল, একটি কার্তুজ ও ৭০০ পিস ইয়াবাসহ মোবারক হোসেনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ওয়ারী থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত মোবারক হোসেনের বিরুদ্ধে মারামারি, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অপরাধে ১৪ টি মামলা ও চারটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
ডিবি-রমনা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত মোবারক হোসেন ঢাকার বিভিন্ন স্থানে চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসা পরিচালনা করতো। তিনি উদ্ধারকৃত অস্ত্রটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা ও ভয়ভীতি দেখানোর জন্য তার কাছে রেখেছিল।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এমআইকে/এএইচ