নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ পিএম
রাজধানীর বাড্ডায় রাইদা ও ভিক্টর বাসের প্রতিযোগিতায় বাস চাপা পড়ে আবুল কাশেম আজাদ নামে এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছেন। এ ঘটনায় বাস দুটি জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারী) সন্ধ্যা সোয়া ৬টায় বাড্ডা লিংক রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম আজাদ ইউসিবি ব্যাংক খিলক্ষেত শাখার সাপোর্ট স্টাফ কর্মচারী ছিলেন। এছাড়াও, তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নেকদি গ্রামের মৃত আবুল কালাম আজাদের ছেলে।
নিহতের সহকর্মী ইফতেখার হোসেন জানান, আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে অফিসের কাজ শেষে বাড্ডার লিংক রোড দিয়ে বাসায় ফিরছিলেন আবুল কাশেম। রাস্তার পারাপারের সময় রাইদা ও ভিক্টর নামে যাত্রীবাহী দুটি বাসের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হন তিনি। পরে আমরা খবর পেয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় ভিক্টর ও রাইদা বাস দুটি পুলিশ হেফাজতে রয়েছে।
এ ঘটনায় ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে জানান, বাসের সংঘর্ষে বাড্ডা থেকে আসা একজনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানা পুলিশকে ইতিমধ্যে জানানো হয়েছে।
একেএস/ক.ম