মো. মেহেদী হাসান হাসিব
১৯ জানুয়ারি ২০২৬, ১২:০০ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে তফসিল ঘোষণার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একটি রোডম্যাপ প্রকাশ করেছিল নির্বাচন কমিশন (ইসি)। ওই রোডম্যাপ অনুযায়ী কিছু কাজে পিছিয়ে থাকার পর তফসিল ঘোষণার পর ভোটের আগে ও পরের যাবতীয় কার্যক্রমের একটি কর্মপরিকল্পনা তৈরি করে আরও একটি রোডম্যাপ তৈরি করেছে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি।
এ রোডম্যাপ থেকে জানা যায়, আগামী ২১ জানুয়ারি দেশি-বিদেশি নির্বাচন পর্যবেক্ষক আমন্ত্রণ জানাতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করে বিজ্ঞপ্তি জারি করা হবে। ব্যালট পেপার প্রিন্টের কাজে তদারকির জন্য অফিস আদেশ জারি করা হবে একই তারিখে। ২২ জানুয়ারি ভোটকেন্দ্রের গেজেট প্রকাশের জন্য বিজিপ্রেসে প্রেরণ এবং তা সগ্রহ করে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হবে।
এতে আরও বলা হয়, আগামী ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে আইনশৃঙ্খলা ও সমন্বয় সেল গঠন আদেশ জারি ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ সভা ও আন্তঃমন্ত্রণালয়ের বিভিন্ন সভার সিদ্ধান্ত গ্রহণ করবে এবং ২৫ জানুয়ারি এ সভার আদেশ জারি করা হবে। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারদের নিয়োগ চূড়ান্ত ২০ জানুয়ারি।
এতে আরও বলা হয়, আগামী ২৮ জানুয়ারি পর্যবেক্ষকদের অনুমতি ও পরিচয়পত্র প্রদান, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ সভা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তাবিত অর্থের চাহিদা প্রাপ্তি ও যাচাইবাছাই করবে ইসি। এ ছাড়া একই তারিখে ভোটকেন্দ্র থেকে সরাসরি বিশেষ খামে ভোটের ফলাফল পাঠাতে ডাক বিভাগকে চিঠি দেবে সংস্থাটি।
এ কর্মপরিকল্পনাতে আরও বলা হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি ভোটের দিন সাধারণ ছুটি ঘোষণা করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি প্রেরণ, নির্বাচনি ব্যয় নির্বাহে আইনশৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ দিতে কমিশনে প্রস্তাব উপস্থাপন করা হবে। ২ ও ৩ ফেব্রুয়ারি ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী জেলা সদরে পাঠানো হবে।
ভোটের দিন ও ভোটের পরে যত কাজ ইসির
ভোটের দিন ভোটগ্রহণের পরিস্থিতি প্রতিবেদন সংগ্রহ, প্রাথমিক প্রতিবেদন সংগ্রহ ও পরিবেশসহ ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করবে নির্বাচন কমিশন।
ভোটের পরদিন কেন্দ্র থেকে ফলাফল একীভূত করে ইসি সচিবালয়ে দেওয়া হবে। ভোটগ্রহণের দুই দিন পর নির্বাচিত ব্যক্তিদের গেজেট প্রকাশের জন্য বিজি প্রেসে তথ্য প্রেরণ করা হবে। ভোটগ্রহণের তিন দিন পর নির্বাচিত প্রার্থীদের গেজেট সংসদ সচিবালয়ে প্রেরণ, চূড়ান্ত ফলাফল প্রকাশ, নির্বাচনি মালামাল সংরক্ষণে আদেশ জারি, জামানাতের অর্থ ফেরত প্রদানে আদেশ জারি ও নির্বাচনে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ব্যয়ের রিটার্ন দাখিলে রিটার্ন কর্মকর্তা ও ইসির জেলা পর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা পালনে নির্দেশনা জারি করবে নির্বাচন কমিশন (ইসি)।
এদিকে ভোট গ্রহণের ৩০ দিন পর যেসব প্রতিদ্বন্দ্বী প্রার্থী নির্বাচনি ব্যয়ের রিটার্ন দাখিল করবে না তাদের আরপিও অনুযায়ী সতর্কবার্তা প্রেরণ করবে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির সংশ্লিষ্ট শাখার এক কর্মকর্তা বলেন, এটি রোডম্যাপের সঙ্গে সঙ্গে নির্বাচন পরিচালনার কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন অগ্রগতির একটি প্রতিবেদনও আপনি বলতে পারেন। এ কর্মপরিকল্পনা অনুযায়ী আমরা এগিয়ে আছি। কারণ অনেক কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হয়েছে। দুই একটি কাজে আগে-পরে হতে পারে। তবে নির্বাচন নির্ধারিত সময়েই হবে।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেবেন। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এমএইচএইচ/এফএ