ঢাকা মেইল ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৬, ০১:০৮ এএম
গ্রিনল্যান্ড ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডেরিকসেন বলেছেন, ইউরোপকে 'ব্ল্যাকমেইল' করা যাবে না। ট্রাম্প হুমকি দিয়েছিলেন, গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতা করছে, এমন আটটি ইউরোপীয় দেশের ওপর তিনি শুল্ক আরোপ করতে যাচ্ছেন।
দেশের বিভিন্ন এলাকা ভোটারদের ঢাকা মহানগরীর নির্বাচনী এলাকায় স্থানান্তর করে নিয়ে এসে প্রার্থীদের বিজয়ী করার জন্য একটি রাজনৈতিক দল কৌশল নিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
‘মব’ শব্দ ব্যবহার করে সুকৌশলে বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা গ্রহণযোগ্য হবে না এবং এই শব্দ প্রয়োগের আগে অবশ্যই সতর্কতার সাথে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে তার এমন মন্তব্যকে থ্রেট হিসেবে দেখছেন রাজনীতিবিদরা।
বিএনপি সরকার গঠন করতে পারলে ২০২৪ সালে জুলাই গণ অভ্যুত্থানে মারা যাওয়া ব্যক্তি ও আহত ব্যক্তিদের পরিবারের দেখভালের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক বিভাগ খোলা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আগামী দোসরা ফেব্রুয়ারি।
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাবেক শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিমের নির্বাচনী আসনে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরেক শরিক দল জামায়াতে ইসলামী।
কোনো একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে চাপ সৃষ্টি করার অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। রোববার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতের পর এক ব্রিফিং এ এ কথা বলেন তিনি।
গণভোটে সংস্কার বিষয়ে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অন্তর্বর্তী সরকারের সমর্থন ও প্রচারের ফলে প্রশাসনের নিরপেক্ষতা ইস্যুতে প্রশ্ন ওঠার কারণে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে।
নির্বাচন কমিশন ভবনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচিকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার সকাল এগারোটা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে তিন অভিযোগে এই অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদলের নেতা - কর্মীরা।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শাসানোর ঘটনায় নেত্রকোণার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভুঁইয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় নির্বাচনী ঐক্যের শরীক হিসেবে সমঝোতায় পাওয়া ২৭ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি।
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন এবং মব সৃষ্টির অভিযোগ করেছেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবুবকর সরকার। অন্যদিকে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ রুমিন ফারহানার।
/এএস