জ্যেষ্ঠ প্রতিবেদক
১৮ জানুয়ারি ২০২৬, ০৩:০৫ পিএম
রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে ছিনতাইকৃত একটি লাইসেন্সকৃত শটগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১।
শনিবার (১৭ জানুয়ারি) শেরেবাংলা নগরের শ্যামলী কল্যাণ সমিতির ১/বি/১ নম্বর বাড়ির নিচতলার পশ্চিম পাশের একটি রুমে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।
ওই রুমে গার্মেন্টস সামগ্রীর গোডাউনে রাখা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ছিনতাইকৃত বারো বোর শটগানটিসহ চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, গত ১৬ জানুয়ারি রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১৪ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডে একটিহ ছিনতাই ও অপহরণের ঘটনা ঘটে। এ ঘটনার ভুক্তভোগী মাহবুব আলম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য। তার নামে লাইসেন্সপ্রাপ্ত তুরস্কে তৈরি একটি বারো বোর শটগান ও ১০ রাউন্ড কার্তুজ ছিল। বর্তমানে তিনি গুলশানের বারিধারা এলাকায় একটি সিকিউরিটি সার্ভিসের মাধ্যমে আলাল গ্রুপের প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন এবং উত্তরা পূর্ব থানার ৬ নম্বর সেক্টরে বসবাস করতেন।
ঘটনার দিন বিকেলে উত্তরা পশ্চিম এলাকায় পৌঁছালে একটি সাদা প্রাডো গাড়ি, একটি নিসান এক্সট্রেইল ও একটি মোটরসাইকেলে করে আসা ৬ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে। এ সময় দুর্বৃত্তরা সংঘবদ্ধভাবে তাকে হত্যার উদ্দেশে মারধর করে। তারই বহনকৃত শটগান দিয়ে মুখের বাম পাশের চোয়ালে আঘাত করে গুরুতর আহত করা হয়।
একপর্যায়ে দুর্বৃত্তরা তার লাইসেন্সকৃত শটগান ছিনিয়ে নেয় এবং ঘটনাস্থল থেকে অপহরণ করে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত মাহবুব আলমকে প্রথমে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় তার ছেলে আব্দুল্লাহ ইসমে আযম বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় অস্ত্রসহ অপহরণ মামলা দায়ের করেন। উদ্ধারকৃত অস্ত্রের সূত্র ধরে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এমআইকে/এএইচ