জ্যেষ্ঠ প্রতিবেদক
১৮ জানুয়ারি ২০২৬, ০১:৪৬ পিএম
কালিয়াকৈর, সাভার ও আশুলিয়া এলাকার চিহ্নিত চাঁদাবাজ, কিশোর গ্যাং লিডার এবং একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি এরফানকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (১৭ জানুয়ারি) র্যাব-১ ও র্যাব-৪ এর যৌথ অভিযানে সাভার থানা স্ট্যান্ডের বিপরীত পাশে ইমান্দিরপুর দক্ষিণপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়৷
র্যাব জানায়, গত ২৩ ফেব্রুয়ারি সাড়ে ১১টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর চান্দুরা পল্লীবিদ্যুৎ সাত্তারগেট এলাকায় এক ভয়াবহ চাঁদাবাজি ও হত্যাচেষ্টার ঘটনা ঘটে। ওই সময় ভুক্তভোগী মো. তানভীর আহম্মেদের মালিকানাধীন একটি মার্কেটের সামনে কিশোর গ্যাং লিডার এরফানসহ ৪০-৪৫ জন সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এরফান ও তার সহযোগীরা তানভীর আহম্মেদের ওপর অতর্কিত হামলা চালায়।
অভিযোগ অনুযায়ী, এরফান তার হাতে থাকা ধারালো রামদা দিয়ে হত্যার উদ্দেশে ভুক্তভোগীর পিঠে কোপ মারলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। পরে অন্যরা চাইনিজ কুড়াল, হকস্টিক, লোহার পাইপ, লাঠি ও রড দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে। ভুক্তভোগীকে বাঁচাতে এগিয়ে এলে মার্কেট ম্যানেজার মাহফুজ, মো. রাজু ও জুলহাসকেও সন্ত্রাসীরা মারধর করে আহত করে।
এ ঘটনায় মো. তানভীর আহম্মেদের স্ত্রী মোছা. আফরোজা বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।
এছাড়া এরফানের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় আরও চারটি মামলা রয়েছে, যার মধ্যে ডাকাতির প্রস্তুতি, অপহরণ, চাঁদাবাজি, চুরি ও গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানাও জারি ছিল।
র্যাব জানায়, গ্রেফতারকৃত এরফান একজন দুর্র্ধষ সন্ত্রাসী ও চিহ্নিত চাঁদাবাজ। সে কালিয়াকৈরসহ সাভার ও আশুলিয়া এলাকায় দীর্ঘদিন ধরে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজি, মারামারি, অপহরণ, চুরি ও ডাকাতির চেষ্টা করে আসছিল।
গ্রেফতারের পর এরফানকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআইকে/এএইচ