images

জাতীয়

স্বামী পরিচয়ে ঢামেকে ফেলে যাওয়া তরুণী হত্যাকাণ্ডে সেই যুবক গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৮ জানুয়ারি ২০২৬, ০১:৪৩ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) স্বামী পরিচয়ে ফেলে যাওয়া গার্মেন্টস কর্মী রাশেদা বেগম (২২) হত্যাকাণ্ডের ঘটনায় আশরাফুল ইসলাম ওরফে নয়ন (২৪)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

রোববার টাঙ্গাইল জেলার সখিপুরের শুভেচ্ছা ক্লিনিকের সামনে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব-৩।

গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম নয়ন মাগুরা জেলার মাগুরা সদর থানার পুখরিয়া গ্রামের বাসিন্দা। তার পিতা মো. মতিয়ার রহমান।

র‍্যাব জানায়, নিহত রাশেদা বেগম একজন গার্মেন্টস কর্মী ছিলেন। তিনি রাজধানীর মিরপুরের সুরুজখান বাজার আনসার ক্যাম্প সংলগ্ন এলাকায় বসবাস করতেন। নিহত ও গ্রেফতারকৃত আসামি একই গ্রামের বাসিন্দা ছিলেন এবং তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।

র‌্যাব আরও জানায়, গত ২০ ডিসেম্বর আশরাফুল ইসলাম ওরফে নয়ন রাশেদাকে তার বাসা থেকে তেজগাঁও থানাধীন পশ্চিম তেজতুরীবাজার এলাকার ৪৮, কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের হাশেম ম্যানশনের ৬ষ্ঠ তলায় নিয়ে যান। সেখানে তারা প্রায় দুই দিন একসঙ্গে অবস্থান করেন। পরবর্তীতে ২২ ডিসেম্বর আশরাফুল ইসলাম তাড়াহুড়ো করে রাশেদাকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

কিন্তু সেখানে নিজেকে রাশেদার স্বামী পরিচয় দিয়ে চিকিৎসকদের বিভ্রান্ত করে কৌশলে পালিয়ে যান তিনি। পরে চিকিৎসকরা রাশেদাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত প্রতিবেদনে তার শ্বাসরোধে মৃত্যুর প্রমাণ পাওয়া যায় বলে র‌্যাব জানায়।

অন্যদিকে, ২০ ডিসেম্বর থেকে নিখোঁজ থাকার পর রাশেদার পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। পরবর্তীতে ২৩ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে অজ্ঞাতনামা নারীর মরদেহ শনাক্ত করেন পরিবারের সদস্যরা। এ ঘটনায় তেজগাঁও থানায় গত ২৯ ডিসেম্বর একটি হত্যা মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও র‌্যাব জানিয়েছে।

এমআইকে/এএম