images

জাতীয়

লালমনিরহাটে ৭ প্রার্থীর বিরুদ্ধে আপিল বাদশা মিয়ার

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি ২০২৬, ০৯:৫৭ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের এক অদ্ভুত ঘটনা ঘটেছে লালমনিরহাট -২ আসনে। এ আসনে ৮ জন প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করলেও তাদের মধ্যে ৭ জনের বিরুদ্ধে একাই ইসিতে আবেদন করেন বিএনএফ প্রার্থী বাদশা মিয়া।

শনিবার (১৭ জানুয়ারি) আপিল শুনানির শেষে এমন তথ্য জানায় লালমনিরহাট-২ আসনের এক প্রার্থীর আইনজীবী আনোয়ার হোসেন রেজা।

ইসি জনায়, সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলে সবগুলো স্থানীয় রিটার্নিং কর্মকর্তা বৈধ ঘোষণা করে

কিন্তু এদের মধ্যে সিপিবিসহ অন্য ৭ জন প্রার্থীর বিরুদ্ধে একাই ইসিতে তাদের মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন বিএনএফ প্রার্থী বাদশা মিয়া। আজ আপিল শুনানিতে তিনিসহ অন্য ৭ প্রার্থী ইসিতে হাজির হন। সেখানে ওই ৭ জন প্রার্থীকেই বৈধ ঘোষণা করেছে কমিশন।

শুনানি শেষে এক প্রার্থীর আইনজীবী আনোয়ার হোসেন রেজা জানান, নানা ধরনের ভুয়া অভিযোগ এনে লালমনিরহাট-২ আসন থেকে চক্রান্ত করে বাদশা মিয়া অন্যায় ভাবে তার প্রতিদ্বন্দ্বী অন্য ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের জন্য ইসিতে আপিল করেন, যা দেশের কোথাও কোনো দিন ঘটেছে বলে জানা নেই। এ ধরনের হয়রানির জন্য তারা আপিল কর্তৃপক্ষের কাছে বাদশা মিয়াকে ১ কোটি টাকা জরিমানার দাবি জানান।

যে ৭ জনের বিরুদ্ধে বাদশা মিয়ার আপিল করেন তারা হলেন- নিমাই চন্দ্র রায়, মো. এলাহান উদ্দিন, ফিরোজ হায়দার, রোকনুদ্দীন, শামীম কামাল, মাহফুজর রহমান এবং মমতাজ আলী। এই সাতজনকে বৈধ বলে ঘোষণা করেছে ইসি। 

অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, আমরা বাদশা মিয়ার বিরুদ্ধে কোর্টে কোটি টাকার মানহানি মামলা করব।

এমএইচএইচ/এএইচ