images

জাতীয়

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ১৯ হাজারের বেশি

নিজস্ব প্রতিবেদক

১৭ জানুয়ারি ২০২৬, ০৩:৫৬ পিএম

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ বিশেষ অভিযানে সারাদেশে এ পর্যন্ত ১৯ হাজার ১৮২ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

এসময় সারা দেশ থেকে ৩১৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারাদেশে অপরাধ দমনে পরিচালিত এই বিশেষ অভিযানে গ্রেফতারকৃতদের পাশাপাশি ২ হাজার ১৫৬ রাউন্ড গুলি ও ৭০০ রাউন্ড কার্তুজ, ৯৬টি ককটেল ও ১৪টি বোমা উদ্ধার করা হয়েছে।

এএইচ