images

জাতীয়

উত্তরায় ভবনে আগুনে নিহতদের পরিচয় মিলেছে

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৬ জানুয়ারি ২০২৬, ১২:৪৪ পিএম

রাজধানীর উত্তরায় একটি সাত তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগে তিনজন নিহত হয়েছে। শুরুর দিকে তাদের পরিচয় পাওয়া যায়নি। তবে ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালের মর্গ সূত্রে তাদের পরিচয় জানা গেছে।

নিহতরা হলেন— কাজী ফজলে রাব্বি (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) ও তাদের ছোট ছেলে কাজী ফাইয়াজ রিশান (২)।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে রাজধানীর ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর রোডে একটি বহুতল বাড়িতে অগ্নিকাণ্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আফরোজার মামাতো ভাই মো. আবু সাইদ জানান, ফজলে রাব্বির বাড়ি কুমিল্লা সদর উপজেলার নানুয়া দিঘিরপাড়। তিনি ওষুধ প্রস্তুতকারক এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে কর্মরত ছিলেন। আর তার স্ত্রী আফরোজা আক্তার স্কয়ার ফার্মাসিউটিক্যালসের সিনিয়র এক্সিকিউটিভ। তাদের দুই ছেলে ফাইয়াজ ও রাফসান।

এর আগে শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটের দিকে উত্তরার ১১নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ভবনটিতে আগুন লাগে। আট মিনিটের মাথায় ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। উত্তরার ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিটের চেষ্টায় বেলা ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে তিনজন মারা যান। তিনজনের দুজন পুরুষ ও ১ জন নারী। দুর্ঘটনায় আহত অন্তত ১৩ জনকে হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস জানিয়েছে, উদ্ধার করা ১৩ জনকে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

এমআইকে/এএস