নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি ২০২৬, ১০:৩৪ পিএম
দুই দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের ৭ম ন্যাশনাল কনফারেন্স। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শেষ দিনের আয়োজন সম্পন্ন হয়।
সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের কনভেনর অধ্যাপক শহীদুল বারীর সভাপতিত্বে গত ১৪ জানুয়ারি অনুষ্ঠিত প্রি-কনফারেন্স ওয়ার্কশপে বাংলাদেশের অভিজ্ঞ প্লাস্টিক সার্জনরা বিভিন্ন ধরনের জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেন, যা নবীন সার্জনদের উপস্থিতিতে ও সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে পরিচালিত হয়।
বৃহস্পতিবার প্রবীণ ও নবীন সার্জনদের বিভিন্ন গবেষণাপত্র উপস্থাপন করা হয়। শেষ দিনে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান ও সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের প্রাক্তন সভাপতি অধ্যাপক ডা. আবুল কালাম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মো. নাসিরউদ্দীন এবং সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. মারুফুল ইসলাম। সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের সদস্য সচিব এবং ৭ম ন্যাশনাল কনফারেন্সের অর্গানাইজিং কমিটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম সমাপনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করবেন।
সমাপনী অনুষ্ঠানে দেশের একজন বিশিষ্ট প্লাস্টিক সার্জারি চিকিৎসককে ‘আজীবন সম্মাননা' প্রদান করা হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্লাস্টিক সার্জনদের সক্রিয় অংশগ্রহণ ও বহুমুখী আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এই সপ্তম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
এসএইচ/এআর