images

জাতীয়

পথচলার ১৪ বছরে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৫ জানুয়ারি ২০২৬, ০২:০৮ পিএম

যাত্রা শুরুর ১৩ বছর পেরিয়ে ১৪ বছরে পা রেখেছে ৩১তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশন। দীর্ঘ এই সময়ে সংগঠনটি তার সদস্যদের মধ্যে গড়ে তুলেছে একতার বন্ধন, সহমর্মিতা এবং দায়িত্বশীল সহযাত্রার এক দৃঢ় উদাহরণ। পথচলার এই সময়ে নানা সামাজিক কর্মসূচিও দেশজুড়ে পালন করে সমাদৃত হয়েছে সংগঠনটি।

২০১৩ সালের ১৫ জানুয়ারি ৩১তম বিসিএস-এর প্রায় দুই হাজার সদস্য একযোগে নিজ নিজ কর্মস্থলে যোগদান করেন। সেই সময় থেকেই ২৬টি ক্যাডারের সদস্যদের নিয়ে গঠিত হয় অল ক্যাডার সংগঠন—৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন। শুরু থেকেই এই সংগঠনটি একসঙ্গে পথ চলার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ১৩ বছরের পথচলায় সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, উৎসাহ ও সম্পৃক্ততা আজও আগের মতোই প্রাণবন্ত। একই ব্যাচের মানুষ হিসেবে একে অপরের পাশে থাকার অনুভূতিই এই সংগঠনের প্রধান শক্তি।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেও সংগঠনটি নিয়মিত নানা উদ্যোগ নিয়ে আসছেন। শিশু অধিকার, নারী অধিকার, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তারা সক্রিয়ভাবে যুক্ত রয়েছে অ্যাসোসিয়েশন। আন্তর্জাতিক শিশু দিবসে সংগঠনটি বাংলা ও ইংরেজিতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে। বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশ বিষয়ক একটি অনলাইন প্রকাশনাও তারা প্রকাশ করেছে।

সংগঠনের প্রথম নারী ও বর্তমান সাধারণ সম্পাদক আক্তারুন নেছা বলেন, ২৬ ক্যাডারের মানুষের সঙ্গে একসঙ্গে কাজ করতে গিয়ে তিনি নানা অভিজ্ঞতা অর্জন করেছেন এবং এই সংগঠনের সঙ্গে যুক্ত থাকতে পেরে তিনি গর্বিত।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনটি স্মরণ করছে তাদের হারিয়ে যাওয়া ব্যাচমেটদের।

মৃত্যুজনিত কারণে যাদের হারিয়েছে ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন, তারা হলেন- সাব্বির আহম্মেদ সরফরাজ (বিসিএস পুলিশ), আনিসুল করিম শিপন (বিসিএস পুলিশ),ওমর ফারুক (বিসিএস ট্যাক্স), বিনীতা রানী রায় (বিসিএস ট্যাক্স), অনুপম পাল (বিসিএস শিক্ষা), সুব্রতা অধিকারী (বিসিএস অডিট), সানি খান মজলিশ (বিসিএস মৎস্য), হাওলাদার খায়রুল ইসলাম (বিসিএস শিক্ষা)।

সংগঠনের সভাপতি কবি আবদুল্লাহ আল হাদী ১৩ বছর পূর্তি ও চৌদ্দ বছরে পদার্পণ উপলক্ষে প্রয়াতদের জন্য দোয়া কামনা করেছেন।

তিনি বলেন, বর্তমান সময়ে দীর্ঘ দিন এক সাথে ২৬ ক্যাডারের লোকজন অটুটভাবে চলতে পারা একটি বড় সক্ষমতার বিষয়, যা তুলনামূলকভাবে সফলতার সঙ্গে কেবল ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন অর্জন করতে পেরেছে। আমি প্রথম থেকেই এ সংগঠনের সঙ্গে কাজ করতে পেরে অনেক সমৃদ্ধ হয়েছি। যা আমার সকল ব্যাচমেটদের ভালোবাসার কারণেই সম্ভব হয়েছে। আমি তাদের সকলের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

বিইউ/এএস