images

জাতীয়

নাহিদ ইসলামের নির্বাচনি কার্যালয়ে গুলির ঘটনা সত্য নয়: এনসিপি

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি ২০২৬, ০৬:০৪ পিএম

রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নির্বাচনি কার্যালয়ের পার্শ্ববর্তী একটি ভবনে গুলির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে সংঘটিত ঘটনাটি নাহিদ ইসলামের নির্বাচনি কার্যালয়ে হয়েছে বলে সংবাদ প্রচার হয়েছে, যা সঠিক নয় বলে জানিয়েছে এনসিপি। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানা পুলিশ জানায়, চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা দুটি গুলি ছোড়ে। এ ঘটনায় কেউ আহত হয়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে। 

এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনি মিডিয়া উপ-কমিটির প্রধান মাহাবুব আলম বলেন, বাড্ডার ৩৮ নম্বর ওয়ার্ডে এনসিপির সাংগঠনিক অফিসের পাশে গুলির ঘটনা ঘটেছে। তবে এটি এনসিপির নির্বাচনি অফিস বা নাহিদ ইসলামের ব্যক্তিগত কোনো কার্যালয় নয়। প্রাথমিকভাবে ঘটনাটির সঙ্গে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই বলে তাদের ধারণা।

এএইচ/ক.ম