images

জাতীয়

রাজধানীর ছয় থানায় ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬৭

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৪ জানুয়ারি ২০২৬, ০৪:১৩ পিএম

রাজধানীতে চলমান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২–এর আওতায় ঢাকা শহরের বিভিন্ন থানা এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে। 

যাত্রাবাড়ী, মুগদা, রূপনগর, হাতিরঝিল, শেরেবাংলা নগর ও মিরপুর মডেল থানা পুলিশ নিজ নিজ থানা এলাকায় মঙ্গলবার দিনব্যাপী এই অভিযান চালায়। 

ডিএমপি জানায়, গ্রেফতারদের মধ্যে মুগদা থানা সর্বাধিক ২৮ জন, যাত্রাবাড়ী থানা ১৭ জন, রূপনগর থানা আটজন, হাতিরঝিল থানা আটজন, শেরেবাংলা নগর থানা তিনজন এবং মিরপুর মডেল থানা তিনজনকে গ্রেফতার করেছে।

যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন-রিপন, মো. অভি, মো. শাহাদাত হোসেন ওরফে অবি, মো. রাকিবুল ইসলাম, রিনা, নাজমা বেগম, মো. আবু সাঈদসহ অন্যান্যরা।

মুগদা থানা পুলিশ অভিযানে ২৮ জনকে গ্রেফতার করে। তারা হলেন- রমজান আলী, মো. রনি, মো. রানা, সৈকত আহম্মেদ হৃদয়, মো. সাকিব ওরফে নেন্ডা, মো. আফজাল হোসেন, মো.  শাহাজাদ ওরফে সাজাসহ বিভিন্ন বয়সী অপরাধ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

রূপনগর থানা পুলিশ পুরাতন মামলা ও বিভিন্ন অপরাধে জড়িত আটজনকে গ্রেফতার করে। এদের মধ্যে জাহিদ হাসান, মো. রবি, মো. আশিকুর রহমান আশিক, আ. রহমান, মো. জাহাংগীর আলমসহ অন্যান্যরা রয়েছেন। শেরেবাংলা নগর থানা পুলিশ অভিযানে তিনজনকে গ্রেফতার করে। তারা হলেন মো. হাফিজুল শেখ, মো. জাহিদুল ইসলাম ও মো. জুয়েল।

মিরপুর মডেল থানা পুলিশ তিনজনকে গ্রেফতার করে। তারা হলেন মো. মাসুম আহমেদ, মো.  ইয়াছিন ও মো. নয়ন। হাতিরঝিল থানা পুলিশ অভিযানে আটজনকে গ্রেফতার করে। তাদের মধ্যে রয়েছেন আল আমিন রহমান, মো. ফাহিম, মো. ইমন হোসেন, মো. মাইনুদ্দিন, মো. রায়হান ও মো. ইমরান মিয়া। 

ডিএমপি জানায়, গ্রেফতার সবাইকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে। 

অপরাধ দমনে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় রাজধানীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

এমআইকে/ক.ম