নিজস্ব প্রতিবেদক
১৩ জানুয়ারি ২০২৬, ০৯:৫০ পিএম
উত্তরা টঙ্গী ব্রিজের কাছে একটি শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভাল্ভ ফেটে উচ্চচাপে গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তাজনিত কারণে উত্তরার বিতরণ মেইন ১২ ইঞ্চি ব্যাসের গ্যাস লাইন শাটডাউন করা হয়েছে। ফলে পুরো উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও আশপাশের এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে তিতাস গ্যাস কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সূত্র জানায়, লিকেজ শনাক্ত হওয়ার পর দ্রুত ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট মেইন লাইন বন্ধ করে দেওয়া হয়। বর্তমানে ক্ষতিগ্রস্ত ভাল্ভটি প্রতিস্থাপনের কাজ চলমান রয়েছে। মেরামত কাজ শেষ হলে পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে।
হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকরা ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে রান্না ও দৈনন্দিন কাজে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের মধ্যে মেরামত কাজ সম্পন্ন করার চেষ্টা চলছে। একইসঙ্গে সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
এমআর/ক.ম