images

জাতীয়

সীমান্তে শিশু গুলিবিদ্ধ: মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে কড়া প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি ২০২৬, ০২:৪৮ পিএম

মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতে কক্সবাজারের টেকনাফ সীমান্তে গুলিতে বাংলাদেশি শিশু হুজাইফা আফনানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ঢাকায় দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মোয়েকে তলব করে এই ঘটনায় গভীর উদ্বেগের কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন সংলগ্ন সীমান্ত এলাকায় মিয়ানমারের দিক থেকে ছোড়া গুলিতে ১২ বছর বয়সী এক বাংলাদেশি কন্যাশিশু গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।

বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, কোনো ধরনের উস্কানি ছাড়াই বাংলাদেশের দিকে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং প্রতিবেশী দুই দেশের সুসম্পর্কের জন্য ক্ষতিকর। ভবিষ্যতে এ ধরনের সীমান্ত লঙ্ঘনের পুনরাবৃত্তি রোধে মিয়ানমারকে পূর্ণ দায়ভার গ্রহণ এবং প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়।

এ ছাড়া মিয়ানমারের অভ্যন্তরে দেশটির কর্তৃপক্ষ ও বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যা-ই ঘটুক না কেন, তার কোনো প্রভাব যেন বাংলাদেশের জনগণের জীবন ও জীবিকায় না পড়ে—সে বিষয়টি নিশ্চিত করার দাবিও জানায় ঢাকা।

জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মোয়ে জানান, এ ধরনের ঘটনা প্রতিরোধে তার সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে আহত শিশুটির প্রতি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।

গত রবিবার সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে হুজাইফা দাদার সঙ্গে নাস্তা আনতে গিয়ে মিয়ানমার থেকে ছুটে আসা গুলিতে আহত হয়। সেদিনই বিকালে টেকনাফ থেকে তাকে চট্টগ্রামে নিয়ে যান শিশুটির চাচা শওকত আলী। রাতে চট্টগ্রাম মেডিকেলের চিকিৎসকরা মেয়েটির মাথায় অস্ত্রোপচার করলেও গুলি বের করতে পারেননি।

মঙ্গলবার হুজাইফার শারীরিক পরিস্থিতির উন্নতি হয়নি। উন্নত চিকিৎসার জন্য তাকে প্রশাসনের উদ্যোগে ঢাকায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এমআর