images

জাতীয়

ইসি অভিমুখে জুলাই ঐক্য, কঠোর নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি ২০২৬, ০১:৪৫ পিএম

জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে নিয়ে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের (ইসি) দিকে যাচ্ছে জুলাই ঐক্য। 

মার্চ টু ইলেকশন কমিশন ও স্মারকলিপি কর্মসূচি পালন করতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে জড়ো হতে থাকেন তারা। এরপর নির্বাচন কমিশন অভিমুখে রওনা হয়েছেন।

11c123c7-9f22-411e-9d58-db2bfbf54089

এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে ইসিতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কমিশনের সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে। বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে।

এসময় জাতীয় পার্টির নির্বাচন মানি না, মানব না বলে স্লোগান দিচ্ছেন। আগারগাঁও ইসলামি ফাউন্ডেশন ভবনের সামনে মিছিলটি পৌঁছালে এখানে পুলিশ তাদের আটকিয়ে দেয়।

এমএইচএইচ/এমআই