নিজস্ব প্রতিবেদক
১২ জানুয়ারি ২০২৬, ১০:৪২ এএম
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো আপিল-শুনানি কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
ইসি জানায়, আজ ১৪১-২১০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শুরু হয়েছে আর শেষ হবে বিকেল ৫টায়।
আপিল শুনানির দ্বিতীয় দিনে (রোববার) ৫৮টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। আপিল শুনানিতে ৭টি আবেদন না-মঞ্জুর হয়েছে এবং ৬টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে। আরও প্রথম দিনে মধ্যে ৫২ আপিল মঞ্জুর করে। যার মধ্যে ৫১ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ও একজনের মনোনয়ণপত্র বাতিল করে ইসি। আর ১৫ জন প্রার্থীর আপিল না-মঞ্জুর হয়। এছাড়া তিনজন প্রার্থীর আপিল আবেদন বিবেচনাধীন রাখে ইসি।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এমএইচএইচ/এএস