জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ জানুয়ারি ২০২৬, ০৯:৫৬ পিএম
ঢাকা জেলার কেরাণীগঞ্জ থেকে মানব পাচার মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. আনোয়ার হোসেনকে (৫৬) গ্রেফতার করেছে র্যাব-১০।
রোববার (১১ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪টার দিকে কেরাণীগঞ্জের চুনকুটিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগীকে আর্থিক সচ্ছলতার প্রলোভন দেখিয়ে মো. আনোয়ার হোসেনসহ একটি সংঘবদ্ধ চক্র প্রথম দফায় ২০১৭ সালের ২৮ মার্চ রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে মালয়েশিয়ায় পাচার করে। সেখানে পৌঁছানোর পর আনোয়ার হোসেন ভুক্তভোগীকে বিভিন্ন ব্যক্তির সঙ্গে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হওয়ার প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় তাকে ভয়ভীতি দেখিয়ে জানানো হয়, বাংলাদেশে অবস্থানরত এক ব্যক্তির কাছ থেকে তাকে দেড় লাখ টাকায় ‘ক্রয়’ করা হয়েছে।
পরে সেই নারী কৌশলে তাদের কবল থেকে পালিয়ে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সহায়তায় দেশে ফিরে আসে। পরবর্তীতে ২০২৩ সালের ২৮ এপ্রিল পুনরায় তাকে মালয়েশিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে ভুক্তভোগী জানতে পারেন, আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি চক্র কাজের প্রলোভন দেখিয়ে অসহায় নারীদের মালয়েশিয়ায় পাচার করে। চক্রটি মালয়েশিয়ার কাজাং এলাকায় বাসা ভাড়া নিয়ে বাংলাদেশ থেকে বিভিন্ন বয়সি নারীদের এনে জোরপূর্বক দেহব্যবসাসহ নানা অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে বাধ্য করতো।
এ ঘটনায় ভুক্তভোগী বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে বিমানবন্দর থানায় ১৫ মে মানব পাচার আইনে মামলা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআইকে/এএইচ