images

জাতীয়

দায়িত্ব ছাড়ার পর কী করবেন প্রধান উপদেষ্টা, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি ২০২৬, ০৬:৩৭ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর এক মাস বাকি। এই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার এলেই দায়িত্ব শেষ হবে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। তারপর তিনি কী করবেন, সে বিষয়ে জানালেন তার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি জানান, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পর মার্চের তৃতীয় সপ্তাহে জাপান সফরে যাবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। দেশটির বিখ্যাত ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’-এর আমন্ত্রণে এই সফরে যাবেন নোবেল জয়ী অধ্যাপক। 

রোববার (১১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আবুল কালাম আজাদ মজুমদার।

এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবে।

ওই সাক্ষাতের বিষয়ে উপ-প্রেস সচিব জানান, বৈঠকে আকি আবে প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন পরবর্তী কর্মপরিকল্পনা সম্পর্কে জানতে চান। জবাবে প্রধান উপদেষ্টা তিনটি বিশেষ ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে কাজ করার কথা জানান।

আবুল কালাম আজাদ মজুমদার জানান, ‘ড. ইউনূস ডিজিটাল হেলথ কেয়ারে কাজ করবেন, যাতে করে আমাদের দেশের নারী বা ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর সহায়তা বাড়ে। পাশাপাশি প্রবাসীরাও যাতে ডিজিটাল সিস্টেমের মাধ্যমে তাদের পরিবারের খোঁজখবর রাখতে পারেন। এছাড়া তিনি তরুণ উদ্যোক্তা তৈরির কাজ এবং তিন শূন্য নিয়ে কাজ করবেন।’

উপ-প্রেস সচিব জানান, ‘প্রধান উপদেষ্টা মূলত সাসাকাওয়া ফাউন্ডেশনের একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে জাপান যাবেন। এই ফাউন্ডেশনটি বিভিন্ন বিষয়ে গবেষণা করে থাকে। বিশেষ করে সমুদ্র বিষয়ক গবেষণায় তাদের বিশেষ খ্যাতি রয়েছে।’

জাপান সফরে গিয়ে প্রধান উপদেষ্টা সমুদ্র সম্পদ ও ব্লু-ইকোনমি নিয়ে দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন বলেও জানান উপ-প্রেস সচিব।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. ইউনূস। নির্বাচনের পর নতুন সরকারের হাতে দায়িত্ব দিয়ে তিনি তার শাসনামল শেষ করবেন।

এএইচ