images

জাতীয়

বাংলাদেশের নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ হওয়া জরুরি: ইইউ

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম

আগামী ১২ এপ্রিল বাংলাদেশে যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং স্বচ্ছ হওয়া জরুরি বলে মন্তব্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবসের।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই মন্তব্য করেছেন।

ইজাবস বলেন, ‘ব্যালট বাক্সের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে এই ঐতিহাসিক নির্বাচনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই নির্বাচন শান্তিপূর্ণভাবে এবং বিশ্বাসযোগ্য ও স্বচ্ছ উপায়ে অনুষ্ঠিত হওয়া অত্যন্ত জরুরি।’

তিনি আশাপ্রকাশ করেন, ‘এখানে (বাংলাদেশ) আমাদের কাজ নির্বাচনি প্রক্রিয়ার প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস বৃদ্ধিতেও সহায়ক হবে।’

ইইউ পর্যবেক্ষণ বিশনের প্রধান ইজাবস লিখিত বিজ্ঞপ্তিতে বলেন, ‘এই নির্বাচনগুলোর জন্য আমাদের কারিগরি মূল্যায়ন তিনটি মূল নীতির মাধ্যমে পরিচালিত হয়- স্বাধীনতা, নিরপেক্ষতা এবং হস্তক্ষেপহীনতা। আমরা দীর্ঘমেয়াদী এবং দেশব্যাপী পর্যবেক্ষণের একটি শক্তিশালী ও সুপ্রতিষ্ঠিত পদ্ধতি অনুসরণ করব।’

তিনি আরও বলেন, ‘আমরা নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করব, তবে ফলাফল প্রত্যয়ন করব না। এই নির্বাচন একান্তই বাংলাদেশের জনগণের।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য গত বছরের ডিসেম্বরে ইউরোপীয় ইউনিয়নের একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে মোতায়েন করা হয়েছে।

২০০৮ সালের পর এটিই দেশে ইউরোপীয় ইউনিয়নের প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দেশের জাতীয় আইন অনুযায়ী, এই নির্বাচনগুলো কতটা পরিচালিত হয়েছে এবং বাংলাদেশ যে আঞ্চলিক ও আন্তর্জাতিক গণতান্ত্রিক নির্বাচন মানদণ্ড গ্রহণ করেছে, সেগুলোর সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা মূল্যায়ন করবে এই মিশন।

এএইচ