images

জাতীয়

আয়নাঘরের যুগে ফিরে যেতে না চাইলে গণভোট দিতে হবে: আদিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম

নির্যাতন এবং আয়নাঘরের যুগে ফিরে যেতে না চাইলে গণভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর গুলশান নগর ভবনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের নাগরিক পদক প্রদান অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

আদিলুর রহমান খান বলেন, ‘ঢাকা সিটি নর্থ ও সাউথ অঞ্চলে গত দেড় বছরে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে। নর্থে ফেলানী অ্যাভিনিউ উন্নয়ন করা হয়েছে এবং অনেক রাস্তার নাম শহীদদের নামে পরিবর্তন করা হয়েছে। সবচেয়ে বড় কাজটি হলো জলাভূমি উদ্ধার। তবে এটি নাগরিকদের সক্রিয় সহযোগিতা ছাড়া সম্ভব নয়। উদ্ধারকৃত জলাভূমি ধরে রাখতে হলে এলাকার মানুষের সম্পৃক্ততা অপরিহার্য। জনসম্পৃক্ততার মাধ্যমে নাগরিক সুযোগ সুবিধাগুলো সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব।’

তিনি আরও বলেন, ‘দেড় বছর আগে ঢাকার রাস্তায় ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ রক্ত দিয়েছেন দেশের পরিবর্তনের জন্য। সেই পরিবর্তনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারও চেষ্টা করেছে। আমরা চাই নাগরিকরা গণভোটে অংশগ্রহণ করে অন্যায় ও নির্যাতনের যুগে ফিরে না যাক এবং পছন্দের গণপরিষদ সদস্য নির্বাচন করুক।’

উপদেষ্টা বলেন, ‘আমরা সেই বাংলাদেশ চাই, যার স্বপ্ন শহীদরা দেখেছিলেন; যেখানে বৈষম্য থাকবে না এবং অন্যায় ও অবিচারের কাছে মাথা নত হবে না। যতটুকু সম্ভব করা কাজগুলো স্থায়ী করতে হবে এবং যারা সামনের দিনে দায়িত্ব নেবে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে। আধিপত্যবাদের কাছে বাংলাদেশ আর কখনো মাথা নত করবে না। আজ যারা নাগরিক পদক পাচ্ছেন তারা দেশের জন্য সেই স্বপ্নের পথে কাজ চালিয়ে যাবেন বলে আমি প্রত্যাশা করি।

এএইচ/এফএ