নিজস্ব প্রতিবেদক
১১ জানুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের আগ পর্যন্ত সব সরকারি যোগাযোগে (পত্র, আদেশ, প্রজ্ঞাপন ও পরিপত্র ইত্যাদি) গণভোটের লোগো (গণভোট-২০২৬ সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে) ব্যবহার এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এ সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
গণভোট বা জনমত জরিপ হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে জনগণ নিজেরা সরাসরি কোনো প্রস্তাব, আইন বা রাজনৈতিক বিষয়ে ভোট দেয়। গণভোটের ফলাফল আইনত বাধ্যতামূলকও হতে পারে বা পরামর্শমূলকও হতে পারে।
আগামী নির্বাচনে তেমনই একটা ভোটের ব্যবস্থা রেখেছে অন্তর্বর্তী সরকার। সেখানে ‘হ্যা’ ভোট এবং ‘না’ ভোট দেওয়ার সুযোগ রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের দিনেই এই গণভোট অনুষ্ঠিত হবে।
এএইচ