images

জাতীয়

মুছাব্বির হত্যায় চারজনকে গ্রেফতারের কথা জানাল ডিবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

১১ জানুয়ারি ২০২৬, ০৩:১৯ পিএম

কারওয়ানবাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুছাব্বির হত্যাকাণ্ডে চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। তবে তাদের নাম ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

এর আগে শনিবার তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। তবে বিষয়টি নিয়ে সেদিন তারা কোনো কথা বলেনি। তার একদিন পর জানানো হয়, তারা এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে।

শনিবার গ্রেফতার হওয়া তিনজনের মধ্যে দুজনের পরিচয় গণমাধ্যমে আসে। তারা হলেন জিনাত ও বিল্লাল। বাকি একজনের নাম জানা যায়নি।

আজ চারজনকে গ্রেফতারের ঘটনায় বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ডিবি তাদের গ্রেফতার ও হত্যাকাণ্ডে তারা জড়িত কিনা—এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবে বলে আশা করা যাচ্ছে।

এমআইকে/এআর