images

জাতীয়

সরকারি সব দফতরের যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি ২০২৬, ০২:৩৫ এএম

সব দফতরে সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত এই লোগো ব্যবহার চলবে।  

গত বুধবার (৭ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।   

মন্ত্রিপরিষদ বিভাগ চিঠিতে জানিয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন একইসঙ্গে জুলাই জাতীয় সনদ ২০২৫-এ লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত প্রস্তাবগুলোর ওপর গণভোট অনুষ্ঠিত হবে। গুরুত্বপূর্ণ এ গণভোটের বিষয়ে ভোটারদের ব্যাপক জনসচেতনতা তৈরি করা প্রয়োজন।

চিঠিতে আরও বলা হয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দুটি খাড়া ব্যানার প্রতিষ্ঠানপ্রধানরা স্ব-উদ্যোগে প্রিন্ট করে অফিসের সামনে দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শন করলে সেবাগ্রহীতা এবং জনগণের মধ্যে ব্যাপক প্রচারণা পাবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার সম্মতি রয়েছে বলেও জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সব সরকারি যোগাযোগে (পত্র, আদেশ, প্রজ্ঞাপন, পরিপত্র ইত্যাদি) নির্বাচনের আগ পর্যন্ত গণভোটের লোগো ব্যবহারের কথাও বলা হয়েছে।

এর আগে এ বিষয়ে ব্যবস্থা নিতে গত ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়েছিল।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি একইসঙ্গে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। গণভোটে জুলাই সনদে যেসব সংস্কারের বিষয় উল্লেখ রয়েছে সেগুলো বাস্তবায়ন চাইলে ‘হ্যাঁ’ ভোট দেবেন নাগরিকরা। এ বিষয়ে নাগরিকদের মধ্যে সচেতনতা তৈরিতে প্রচার কার্যক্রম চালাচ্ছে সরকার। 

ক.ম/