নিজস্ব প্রতিবেদক
০৯ জানুয়ারি ২০২৬, ১২:৪২ পিএম
অনেক আগে থেকেই বেগম খালেদা জিয়ার ভক্ত ছিলাম, খুব সম্ভবত তিনি আমাকে সাংবাদিক হিসেবে পছন্দ করতেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
শুক্রবার (৯ জানুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।
ড. আসিফ নজরুল লেখেন, ‘১৯৮৮–৮৯ সালের দিকে ধানমন্ডিতে বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পেয়েছিলাম। লিখিত প্রশ্নের পাশাপাশি সেদিন মুখোমুখি প্রশ্ন করার সুযোগও দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। একটি প্রশ্নকে কেন্দ্র করে বিএনপির এক শীর্ষ নেতার আপত্তি উঠলেও খালেদা জিয়া নিজেই বিষয়টি সামাল দিয়ে হাসিমুখে তার প্রশ্নের উত্তর দেন।’
ড. আসিফ নজরুল বলেন, ‘ওই ঘটনার পর আরও কয়েকবার খালেদা জিয়ার একান্ত সাক্ষাৎকার নিয়েছিলাম। পরে পিএইচডি শেষ করে দেশে ফিরে কলাম লেখা ও টকশোতে অংশ নেওয়ার সময়, বিশেষ করে ২০০৯ সালের পর আওয়ামী লীগ সরকারের সময়ে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা, হয়রানি ও নির্যাতনের ঘটনায় আমি আরও গভীরভাবে তাকে (খালেদা জিয়া) শ্রদ্ধা করতে শুরু করি।’

তিনি লেখেন, ‘শেখ হাসিনার শাসনামলে প্রকাশ্যেই খালেদা জিয়ার প্রতি নিজের সমর্থন ও শ্রদ্ধার কথা বলেছি। দীর্ঘ ১৫ বছরে মির্জা ফখরুলের মতো করে খালেদা জিয়ার পক্ষে কথা বলতে খুব কম নেতাকেই দেখেছি।’
ড. আসিফ নজরুল পোস্টে আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ের দিনে তিনি পরিবারের পাশে থাকার সুযোগ পান, সমাধিতে ফুল দেন এবং দোয়ায় শরিক হন। জাতীয় পতাকায় মোড়ানো খালেদা জিয়ার মরদেহের পাশে থাকাকে তিনি জীবনের এক বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন।
ড. আসিফ নজরুল লেখেন, ‘দেশের জাতীয় পতাকা সমুন্নত রাখতে খালেদা জিয়া সারাজীবন ত্যাগ স্বীকার করেছেন। এই অভিজ্ঞতার জন্য তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এমআই