নিজস্ব প্রতিবেদক
০৮ জানুয়ারি ২০২৬, ০৬:৩৮ পিএম
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে। হ্যামট্রমিক শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত গুরুত্বপূর্ণ কারপেন্টার স্ট্রিট এখন তাঁর নামেই পরিচিত হবে। শহর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তকে বাংলাদেশের ইতিহাস, নেতৃত্ব ও গণতান্ত্রিক সংগ্রামের প্রতি স্বীকৃতি হিসেবে দেখছেন প্রবাসী বাংলাদেশিরা।
হ্যামট্রমিক সিটির জোসেফ ক্যাম্পাও ও কোনাল্ট স্ট্রিটের মধ্যবর্তী অংশটি বেগম খালেদা জিয়ার নামে নামকরণের প্রস্তাব সম্প্রতি সিটি কাউন্সিলে অনুমোদন পায়। বর্তমানে কাউন্সিলে চারজন বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য রয়েছেন। তাঁদের উদ্যোগ ও সক্রিয় প্রচেষ্টায় সড়কটির নামকরণ সম্ভব হয়েছে।
প্রবাসীদের মতে, এটি শুধু একটি সড়কের নাম পরিবর্তন নয়, বরং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও গণতান্ত্রিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
যুক্তরাষ্ট্রে এর আগেও বাংলাদেশের নেতার নামে সড়ক নামকরণ হয়েছে। শিকাগো শহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি সড়ক রয়েছে। মিশিগানে খালেদা জিয়ার নামে সড়ক যুক্ত হওয়ায় প্রবাসে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আরেকটি অধ্যায় স্থায়ীভাবে যুক্ত হলো।
স্থানীয়দের ধারণা, এই উদ্যোগের মাধ্যমে নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিরা দেশের ইতিহাস ও জাতীয় নেতৃত্ব সম্পর্কে আরও সচেতন হবে। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। তাঁদের মতে, এটি প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ক্রমবর্ধমান সামাজিক ও রাজনৈতিক সক্ষমতারও প্রতিফলন।
এআর