জ্যেষ্ঠ প্রতিবেদক
০৮ জানুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম
সময় টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর আতিকুর রহমান তমালের বাবা এ কে এম শাহজাহান ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ঢাকায় অবস্থিত বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। আতিকুর রহমান তমাল পরিবারের বড় ছেলে।
তার মৃত্যুতে রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএ) গভীর শোক প্রকাশ করেছে।
বৃহস্পতিবার দুপুরে আরডিজেএ সভাপতি বাতেন বিপ্লব ও সাধারণ সম্পাদক ইমরুল কাওসার ইমন এ কে এম শাহজাহান-এর মৃত্যুতে এক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন। এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান তারা।
এমআইকে/এমআই