নিজস্ব প্রতিবেদক
০৮ জানুয়ারি ২০২৬, ০১:৪৫ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে টেলিফোনে যোগাযোগ করে তথ্য জানানো যাবে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।
তিনি জানান, গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনে আইনশৃঙ্খলা সমন্বয় সেল স্থাপন করা হয়েছে।
তিনি আরও জানান, টেলিফোনের মাধ্যমে দেশের যেকোনো নাগরিক নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, অনিয়ম এবং অপপ্রচার-সংক্রান্ত অভিযোগ/তথ্য আইনশৃঙ্খলা সমন্বয় সেলে জানাতে পারবেন। আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা সমন্বয় সেল চালু থাকবে।
সমন্বয় সেলে যোগাযোগের টেলিফোন নম্বর: ০২৫৫০০৭৪৭০, ০২০৫০০৭৪৭১, ০২৫৫০০৭৪৭২, ০২৫৫০০৭৪৭৪ এবং ০২৫৫০০৭৫০৬।
তফসিল অনুযায়ী, ৯ জানুয়ারি পর্যন্ত চলবে আপিল আবেদন গ্রহণ। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ হবে ১২ ফেব্রুয়ারি।
এমএইচএইচ/এফএ